মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি একুশে নিউজ ও দৈনিক সবার আগে।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২৯/১২/২৪ ইং তারিখে রাত ১০.০০ ঘটিকার সময় মোঃ মনির হোসেন, পিতাঃ আবু বক্কর, গ্রামঃ মির্জাপুর কুমারখালী, কুষ্টিয়া। এর গোয়াল ঘরের মাঝামাঝি স্থানে হঠাৎ করে আগুনের শিখা জ্বলে ওঠে, আস্তে আস্তে আগুনের শিখা গোয়াল ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। গোয়াল ঘরে তিনটি গাভী গরু ছিল। আগুন দেখে মোঃ মনির হোসেন গরু গুলো বাঁচানোর উদ্দেশ্যে গোয়াল ঘরে প্রবেশ করে। ফলে মোঃ মনির হোসেনের গায়ে আগুন লেগে যায়। পরবর্তীতে তাকে দ্রুত চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া ২৫০ শর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করেন। মনির সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থাও অশঙ্ক জনক। অন্যদিকে গোয়াল ঘরের তিনটি গাভী গরুর মধ্যে একটি তখনই মারা যায়। অপর দুইটি মৃতের সাথে পাঞ্জা লড়ছে। স্থায়ী স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করেন,পরবর্তীতে ফায়ার সার্ভিস এর গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মনিরের সাক্ষাতে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মনির আরোও বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য এই পরিকল্পনা। কয়েকদিন আগে আমার ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তিন ভরি স্বর্ণাঙ্কালংকার এবং ২৬ হাজার নগদ টাকা চুরি করা হয়েছে। মনির আরও বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।