আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ ওবায়দুল শেখ। মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা।একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।ভাষা আমাদের অস্তিত্বের মূল চাবিকাঠি।মাতৃভাষা দিবসে আসুন আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হইএবং এর প্রতি ভালোবাসা প্রকাশ করিভাষা শুধুমাত্র কথা বলার মাধ্যম নয়,এটি জ্ঞানের চাবিকাঠি।
মাতৃভাষা দিবসে আসুন আমরা জ্ঞান অর্জনের জন্য ভাষাকে ব্যবহার করি।”
ভাষা আমাদের ঐক্য ও সংহতির প্রতীক।
আসুন আমরা আমাদের ভাষার মাধ্যমে ঐক্য ও সংহতি বজায় রাখি
মনে পরে ৫২ এর কথা,
মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।
যখন হারিয়েছি ভাইদের,
দিয়েছে র*ক্ত ভাষার জন্যে।