মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি, একুশে নিউজ ও দৈনিক সবার আগে।
কুষ্টিয়া, কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে
আজ কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার পৌর শিশু পার্ক
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ ইং।
৷৷৷৷ অনুষ্ঠিত হয়।৷৷
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি এস এম মিকাইল ইসলাম,
উপজেলা প্রশাসন, কুমারখালী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুমারখালী।
উপস্থিত ছিলেন, মোঃ নাজমুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার, কুমারখালী উপজেলা।
উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আর শাহিন।
উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব, মোঃ শফিকুর রহমান আলী।
তাদের বক্তব্যে ফুটে ওঠে বিজ্ঞানের অগ্রযাত্রা।
প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন,
“বিজ্ঞানকে করব জয়,
সেরা হব বিশ্বময়”
বৈজ্ঞানিক জ্ঞান দিয়েই হচ্ছে নতুন নতুন আবিষ্কার। যে আবিষ্কার গুলো আমাদের মানব কল্যাণে কাজে আসবে তাই বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে হবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান, এই বিশেষ জ্ঞান অর্জন করেই জানা গেছে এই মহাবিশ্ব কিভাবে পরিচালিত হচ্ছে।বৈজ্ঞানিক জ্ঞান না থাকলে এগুলো সম্ভব হতো না।
কে এম আর শাহীন বলেন
ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি। এই ১৮ কোটি জনসংখ্যা কে পরিচালিত করতে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে হবে। তাই সবাইকে বিজ্ঞানের ছায়াতলে আসতে হবে।
সর্বোপরি বিজ্ঞান ছাড়া কোন কিছু কল্পনা করাই অসম্ভব।