কালীগঞ্জে গরু বোঝাই নসিমনের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ৭ ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকার মাঝামাঝি স্থানে গরু বোঝাই একটি নসিমন ও যাত্রীবাহী একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে বক্তারপুর থেকে খঞ্জনা গ্রাম গামী একটি গরু বোঝাই নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত খঞ্জনা গ্রামের আল আমিন (৪৫) ও তার মেয়ে জামাতা (নাম জানা যায়নি)-কে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।আহতদের পরিবারের সদস্যরা চিকিৎসা সহায়তার দাবিজানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।