মোঃআব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি একুশে নিউজ ও দৈনিক সবার আগে।
বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ৭ দফা দাবি জানিয়ে কর্মসূচির ডাক দিয়াছেন।সেই সূত্র ধরে কুষ্টিয়া জেলায় উপ-পরিচালকের কার্যালয়ে চিঠি জমা দিয়েছে কুষ্টিয়ার জেলার এ আই টি গণ। এই পর্যায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ এঅাই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান উপদেষ্টা আহবায়ক কমিটি কুষ্টিয়া, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আব্দুস সালাম উপদেষ্টা আহবায়ক কমিটি কুষ্টিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন,সহ-প্রচার ও প্রকাশক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,মোঃ মাসুদ পারভেজ সদস্য কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক কুষ্টিয়া জেলা কমিটি, মোঃ ফারুক হোসেন সদস্য কেন্দ্র কমিটি ও সদস্য সচিব আহবায়ক কমিটি কুষ্টিয়া, জিয়াউর রহমান সদস্য কেন্দ্রীয় কমিটি, মোঃ বদর উদ্দিন সদস্য কেন্দ্রীয় কমিটি, মোঃ মেহেদী আহমেদ কেন্দ্রীয় সদস্য, এছাড়াও ছয়টি উপজেলার এআইটিগণ একমত পোষণ করেছেন।বিশেষ করে দৌলতপুর উপজেলার মোঃ মনজুর আহমেদ তারা গুনিয়া কৃত্রিমপ্রজনন পয়েন্ট, কেন্দ্রীয় সদস্য, মোঃ সোহেল আহমেদ মরিচা পয়েন্ট, মোঃ মনির হোসেন,পিয়ারপুর পয়েন্ট, এআইটিদের সুপরামর্শ এবং সাহস জুগিয়েছেন। এছাড়াও হাবিল, মনি,কর্মসূচি পালনে সহযোগিতা করে আসছে।তাদের উপ-পরিচালক সহ প্রত্যেকটি উপজেলার কর্মকর্তা তাদেরকে সু- পরামর্শ দিয়েছেন। সারা বাংলাদেশে প্রায় ৫ হাজার এ আই টেকনিশিয়ান কর্মরত রয়েছে। এই পাঁচ হাজার এই টেকনিশিয়ানদের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। এই সকল এ অাই টেকনিশিয়ান রোদ-বৃষ্টির ঝড়, অপেক্ষা করে খামারের বাড়িতে গিয়ে উন্নত জাতের সিমেন দিয়ে খামারীকে একটি উন্নত জাতের বাচ্চা উপহার দিচ্ছে। যাতে করে দেশের দুধ, মাংস, চামড়ার চাহিদা পূরণ হচ্ছে। তাদের মতে প্রাণিসম্পদের মূল হাতিয়ার হল এ আই টেকনিশিয়ান। এই এ অাই টেকনিশিয়ান ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের অস্তিত্ব শূন্য। অথচ এ আই টেকনিশিয়ান গন অবহেলিত ১৯৯৭ সাল থেকে জীবনধারণের বা সংসার চালানোর একমাত্র মাধ্যম হিসেবে কৃত্রিম প্রজনন কাজে নিয়োগ নিয়েছেন। বিনা বেতনে সেবা দিয়ে আসছে। প্রথমে ৫০০ টাকা, পরবর্তীতে ২০০০ টাকা ভাতা বরাদ্দ থাকলেও সেটাও ৯ মাস বকেয়া রয়েছে। উল্লেখিত ভাতা বর্তমান সমাজে এতটাই নগণ্য যেইটা দিয়ে কোন পরিবার চলতে পারে না। উল্লেখিত ৭দফা দাবি না মানলে এআইটিগণ কঠোর আন্দোলনের ডাক দিবে এমনটাই মনে করছেন সারা বাংলাদেশের এঅাই টি গণ।