ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক চাঁদাবাজির চারটি মিথ্যা মামলা গত ৫ জনুয়ারি বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখায় দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়ার নির্দেশনায় আনন্দ মিছিলটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠিক সম্পাদক হুমায়ুন কবির নয়ন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মানোয়ার ইসলাম, যুগ্ন আহবায়ক পল্লব মন্ডল।
এছাড়াও র্যালিতে উপজেলার ৪ ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।