নিজস্ব প্রতিবেদক:
২৫ জানুয়ারি, বিকেল ৩টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো- ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন
২০২৫। যে দেশে গুণির কদর নেই, সে দেশে গুণির জন্ম হয় না- এ স্লোগানে সম্মেলনটি আয়োজন করেছেন জাতীয়
পত্রিকা দৈনিক ঐশী বাংলা পরিবার । ভাষার মাস ফেব্রুয়ারিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনটি দেশের
প্রথিতযশা লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয় ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ আব্দুল হাদী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত
ছিলেন। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন- সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএলডিপির চেয়ারম্যান,
এম.নাজিম উদ্দিন আল-আজাদ । বেলা ৩:০০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় ঐশী বাংলা জাতীয় সাহিত্য
সম্মেলন-২০২৫ । সম্মেলনটি উদ্বোধন করেন- আন্তর্জাতিক কবি ও গবেষক, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক
ড. এস এম শাহনুর। দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক সূফী এ. আর. এম. মুহিউদ্দীন খান ফারুকীর
সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় এই সম্মেলনে প্রধান আলোচক ছিলেন খ্যাতিতিমান সঙ্গীতজ্ঞ জ্ঞানতাপস প্রাকৃতজ
শামীমরুমি টিটন । মুখ্য আলোচক ছিলেন : ড. জাহাঙ্গীর আলম রুস্তম (বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী)। বিশেষ
অতিথি ছিলেন : চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী (সভাপতি : অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)। বীর মুক্তিযোদ্ধা
জিয়াউল হক (সভাপতি : প্রগতিশীল সাহিত্য সংঘ )। দেবাশীষ রঞ্জন সরকার (মহাসচিব : অল ব্রডকাস্টার্স
কমিউনিটি(এবিসি)। ইকবাল বাহার জাহিদ (প্রতিষ্ঠাতা: নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন), মো: ফজলুল
করিম মিঠু মিয়া (সমাজসেবক ও শিক্ষানুরাগী)। সোহেল আহমেদ খান (সমাজসেবক ও রাজনীতিবিদ), লোকমান
হোসেন পলা (সাধারণ সম্পাদক, কসবা প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া), মোঃ আবুল হাসেম (উপদেষ্টা: দৈনিক ঐশি
বাংলা)। সম্মেলনে "ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫" উপলক্ষ্যে প্রবর্তিত "ঐশী বাংলা সাহিত্য পুরস্কার-
২০২৫" পান তিনজন। ১ম স্থান অধিকার করেন: মোঃ সাজ্জাদ হোসেন জামাল, কবি ও বহুমাত্রিক লেখক । ২য় স্থান
অধিকার করেন: তাহমিনা আক্তার পাতা, কবি, উপন্যাসিক ও শিশুতোষ লেখক। ৩য় স্থান অধিকার করেন: সাঈদা
আজিজ চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক।