আবু সাদিদ বিপ্লব, কেরানীগঞ্জ : অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। শুনানিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামসহ অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।
আমানউল্লাহ আমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, আপিল বিভাগের রায়ে হাইকোর্টের দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের আদেশ বাতিল করে তাদের খালাস দেওয়া হয়েছে। ফলে এখন আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন।
২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে আপিল করলে আদালত তাদের খালাস দেন। তবে দুদক সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়।
পুনঃশুনানির পর ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট আগের সাজা বহাল রাখে। এরপর আমানউল্লাহ আমান ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আপিল করেন এবং খালাস প্রার্থনা জানান। সেই আপিলের শুনানি শেষে আজ তাদের খালাস দেন আপিল বিভাগ।