1. admin@sangbadsangram.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের মামলায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী খালাস কালীগঞ্জে গরু বোঝাই নসিমনের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ৭ ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের আগামী ০২ ও ০৩ এপ্রিল ২০২৫ ইং সত্য প্রকাশ করায় সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ারকে হুমকি ও মানহানি কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মিথ্যাচারের প্রতিবাদে ওসির প্রেস ব্রিফিং ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক-বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩ চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

পাইকগাছায় আর,এম,পি (ডাক্তার) ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ডাঃ মোঃ জসীম সরদার,নিজস্ব প্রতিবেদক।

একতাই শক্তি, একতাই বল এই প্রতিপাদ্যে উদ্ভুদ্ধ হয়ে প্রতি বছরের ন্যায় আজ ১৯ ফেব্রুয়ারী ২০২৫ খুলনা জেলা পাইকগাছা উপজেলার আর,এম,পি ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে খুলনার পাইকগাছা সরকারি কৃষি ও বীজ উৎপাদন কেন্দ্রে। অত্র অনুষ্ঠানে আর,এম,পি ওয়েলফেয়ার সোসাইটির ঢাকার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, পাইকগাছা উপজেলার আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির সকল নেতৃত্ব পর্যায়ের ডাক্তার বৃন্দ, পাইকগাছার প্রত্যন্ত এলাকার ডাক্তার বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও খুলনা বিভাগীয় (৫ টি জাতীয় পত্রিকার সম্পাদক) জনাব ডাঃ মোঃ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বেলা ১২ টায় ডাঃ মোঃ রুহুল আমিনের কুরআন তেলওয়াত এবং ডাঃ গোবিন্দ কুমার পালের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যাপক এস রোহতাব উদ্দীন।
অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ এম এ গফুর (কেন্দ্রীয় সভাপতি),বিশিষ্ট মানবাধিকার চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় সহসভাপতি লায়ন মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব ডাঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র সভাপতি শেখ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হোসেন সাদিক, খুলনা বিভাগীয় আবহায়ক আব্দুল জলীল উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ভূয়া ডাক্তারের তকমা আপনারা কেন নিবেন। আপনারা নামের আগে ডাঃ ব্যবহার করিতে পারিবেন। এন্টিবায়োটিক ব্যবহারের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। আর এম পি ডাক্তারা তাদের ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে রোগী চিকিৎসার পজিটিভ দিক তুলে ধরার আহবান করেন। আরএমপি প্রতিটি ডাক্তার যেন তাদের স্থানীয় থানা অফিসার ইনচার্জ, ইউএনও মহোদয়, স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে সুসম্পর্ক গড়ে সেটা বজায় রেখে চিকিৎসা পেশা অব্যাহত রাখার আহবান করেন। পেশাগত জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়িলে স্থানীয় আরএমপি ডাক্তার সংগঠনের এমনকি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা নেওয়ার আহবান করেন।
পাইকগাছা উপজেলার আর এমপি ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাবু অশোক কুমার, সম্পাদক ডাঃ মেহেদী হাসান ও ক্যাশিয়ার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম অত্যান্ত তাৎপর্যপূর্ন বক্তব্য তুলে ধরেন।
পাইকগাছা আরএমপি ডাক্তার সংগঠনের প্রতিটি ডাক্তার একে অপরের সহোদর ভাই মনে করে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই পরিবারের সদস্য মনে করে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
ইতিপূর্বে যে সমস্ত ডাক্তার ভাইয়েরা আরএমপি সনদ নেয়নি তাদের অতি সত্তর পাইকগাছা উপজেলার আরএমপি ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহবান জানান।
যে সকল ইউনিয়নে এখনও পর্যন্ত আরএমপি ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির কমিতি গঠন করা হয়নি, সেই সকল ইউনিয়নে তড়িৎ কমিটি গঠন করার জন্য ডাক্তারদের আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আকর্ষণীয় ভাগ্য লটারি খেলা অনুষ্ঠিত হয়। মোট ১৫ টি মূল্যবান পুরষ্কার দেওয়া হয়। অত্র বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠানের স্পন্সর হয়ে সার্বিক সহযোগিতা করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যালস।
পরিশেষে অত্র অনুষ্ঠান ও মিলনমেলার সমাপনী বক্তব্য প্রদান করেন ডাঃ আশোক কুমার দাশ। সভাপতির সমাপনী বক্তব্যের পর এক প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © সংবাদ সংগ্রাম ২০২৪
Theme Customized By Shakil IT Park