প্রতারক স্বামী যেন বিদেশে পালিয়ে না যেতে পারে এই দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন :আমার পিতা নিজে তাদেরকে দাওয়াত করে আমার পিতার বাড়ীতে আসিতে বলিলে তাহার গত ইং ০৫/০২/২০২৫ তারিখে সকাল অনুমান১১/১১.৩০ ঘটিকার সময় আমার পিতার বাড়িতে আসিলে আমার পিতা আমাকে তাদের সংসারে যৌতুক ছাড়া নিয়ে যাওয়ার কথা বলিলে তাহারা আমার পিতাকে বলে যৌতুক ছাড়া আমাকে তাহার সংসারে লইবে না বলিয়া চলেযায়। যাহার কারনে আমি বাদী হইয়া কয়রা সিনিয়রজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর সিআর ৭৮/২৫। পরবর্তীতে আমি জানিতে পারি আমার স্বামী আমার শ্বশুর ও ভাসুরের কোথায় পুনরায় আমাকে ঘরে না তুলিয়া বিদেশ গমন করিবেন। আমি একজন অসহায় ও নির্যাতিতা নারী, আমি প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত প্রতারক স্বামী আমাকে প্রতারিত করিয়া বিদেশ গমন করিতে না পারে।