ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান এ,কে,এম নুর আলম নয়ন ।
বকশীগঞ্জ উপজেলার পুরাতন গরুহাটিতে জমি সংক্রান্ত বিষয়ে পুলিশকে কেন্দ্র করে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।
শনিবার বকশীগঞ্জ থানায় আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, "দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে প্রকৃত সত্যকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।"
তিনি আরও জানান, উক্ত জমি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করছে। কিন্তু সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের ভূমিকা সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত সত্যের সাথে অসঙ্গতিপূর্ণ।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, "বকশীগঞ্জ থানা সর্বদা নিরপেক্ষ থেকে আইনের শাসন বজায় রাখতে কাজ করে। গণমাধ্যম সমাজের দর্পণ হলেও, দায়িত্বশীল সাংবাদিকতার অভাবে এমন বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভুল বার্তা দিতে পারে।"
তিনি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।