স্টাফ রিপোর্টার,
মোঃ ইউনুছ আলী
গাইবান্ধার সাদুল্যাপুর ৬ নং ধাপেরহাট ও ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চকশারাই মৌজা ও চক গোবিন্দপুর মৌজার মধ্যবর্তী স্থানে নলেয়া নদীর উপরে গ্রামবাসীর নিজ উদ্যোগে ১২০ ফিট সরু বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকার সময় হাজারো মানুষের শতস্ফীত উপস্থিতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক এই বাঁশের সাকোঁর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং ধাপের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, ৭ নং ইদুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু। এ সময় গ্রামবাসীরা বলেন আমরা নিজ উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেছি পরবর্তীতে সরকার যেন নিজ অর্থায়নে সেতুটি নির্মাণ করে দেন।