1. admin@sangbadsangram.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের মামলায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী খালাস কালীগঞ্জে গরু বোঝাই নসিমনের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ৭ ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের আগামী ০২ ও ০৩ এপ্রিল ২০২৫ ইং সত্য প্রকাশ করায় সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ারকে হুমকি ও মানহানি কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মিথ্যাচারের প্রতিবাদে ওসির প্রেস ব্রিফিং ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক-বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩ চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

নিজিস্ব প্রতিবেদক।

জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বলদী খাঁ পাড়া এলাকার ৪টি হাফ কিলোমিটার রাস্তা পুণঃনির্মানে
ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার শুরু করেছেন, গফরগাঁও গভর্ণমেন্ট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক । বিএনপির পাগলা থানার আহবায়ক কমিটির সাবেক সদস্য ও মশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস আলম মৃধা। রাস্তাটির পুণঃনির্মানের সময় উপস্থিত থেকে তদারকি করেছেন,প্রফেসর বাদল মোড়ল, আঃ ছালাম, কাঞ্চন মিয়া ,মোফাজ্জল হোসেন, কাজল মিয়া,মোঃ নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, নিপেল মিয়া, শামীম ফকির, সবুজ ফকির, সুমন মিয়া, ইমন হোসেন নওশেদ, জাহিদ হোসেন এবং বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। এলাকার মানুষ ছাড়াও এ রাস্তাগুলো নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয় বিএনপি নেতা  ও সাবেক ইউপি সদস্য ফেরদৌস মৃধার নজরে আনলে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কার ও পুণঃনির্মানের উদ্যেগ নেন।

স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তাটি সংস্কার বা পুনঃনির্মান করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। পুনঃনির্মাণ বা সংস্কার করার কারণে অত্র এলাকার মানুষের ব্যাপক উপকার হবে। সংস্কারের দায়িত্ব পালন করা  কাঞ্চন মিয়া বলেন, এ রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী থাকায় ফেরদৌস মৃধা ভাইকে জানালে তিনি তার নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান ও সংস্কারের কাজ করে দিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © সংবাদ সংগ্রাম ২০২৪
Theme Customized By Shakil IT Park